শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

স্যমন্তক অনুভূতির বিশাল ক্ষেত্র / শ্রাবন্তীনাহা অথৈ

স্যমন্তক পড়ে আমি যারপর নেই মুগ্ধ। লেখক ড. মোহাম্মদ আমীন তাঁর অনুভূতির সবটুকু যেন নিংড়ে দিয়েছেন
এখানে। অক্ষরে অক্ষরে কাগজের মাঝে বাক্যে বাক্যে লীলায়িত হয়েছে প্রাকৃতিক মাধুর্যের মানবিক স্পন্দন। জীবনের সঙ্গে জীবনের সম্পর্ক, গভীর মমতা স্যমন্তককে করে তুলেছে আরো আকর্ষণীয়। সৌন্দর্য আর আনন্দ এবং জীবনের সংগ্রামে অর্জনের ঢেউ অনাবিল হাসিতে আকাশের মতো ছড়িয়ে। স্যমন্তক আমার মনে একই সঙ্গে আনন্দ-বেদনা, রোমাঞ্চ-উদ্দীপনা, হতাশা-প্রত্যাশা, প্রাপ্তির প্রশান্তি, উদারতার অনুবোধ, ভালোবাসার মুগ্ধতা, সৃষ্টির নৈবদ্য আর জীবনানুভবের মাহাত্ম্য লালনের মতো বহুমুখী চেতনায় আন্দোলিত করেছে। স্যমন্তক আমার পড়া শ্রেষ্ঠ উপন্যাসের অন্যতম। এটি শুধু উপন্যাস নয়, অনবদ্য অনুভূতির বিশাল ক্ষেত্র।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন